বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

চীনে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

চীনের রাজধানী বেইজিংয়ে বন্যায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে এবং ৮০ হাজার মানুষকে স্থানান্তরিত করেছে কর্তৃপক্ষ।

দেশটির উত্তরাঞ্চলে কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত এবং বন্যা পরিস্থিতিচলছে।

বেইজিংয়ে আজও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেখানেপ্রায় ১৩০টি গ্রাম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেএবং কয়েক ডজন রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধারকারী দল হেলিকপ্টার ব্যবহার করে লোকজনকে বের করে আনছে।

আবহাওয়ার প্রতিবেদন অনুযায়ী, আজ বৃষ্টি কমতে পারে, তবে সামনে বেইজিংসহ চীনের অন্যান্য অংশে আবারও বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

চীনের রাষ্ট্রপতি শি জিনপিং আরও হতাহত রোধে ‘সর্বাত্মক’ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন।

চলতি গ্রীষ্মে চীনের অনেক অংশে চরম আবহাওয়া বিরাজ করছে। এই মাসের শুরুতে দেশটির পূর্বাঞ্চলে রেকর্ড তাপপ্রবাহ অনুভূত হয়, অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

গত সপ্তাহে, হেবেই প্রদেশের বাওডিং শহরে প্রায় ২০ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

বন্যার পানির তোড়ে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে
বন্যার পানির তোড়ে বিভিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে
চীনে আগামীতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে
চীনে আগামীতে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102