ঢাকা-১৮ আসনের বিএনপি নেতাকর্মীদের প্রতি দলীয় শৃঙ্খলা, দায়িত্ববোধ ও ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে ফেসবুকে একটি বার্তা দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহফাজ উদ্দিন। সম্প্রতি সেই বার্তায় নেতাকর্মীদের সতর্ক করে বলা হয়, কোনো ব্যক্তিগত প্রচারণা বা বিভ্রান্তিকর তথ্য প্রচার দলের নীতির পরিপন্থী এবং তা থেকে বিরত থাকা সকলের দায়িত্ব।
বার্তায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীতিকথা— “অন্যায়ের প্রতিবাদ করো, সত্য বলো, ন্যায়ের পথে থেকো, ঐক্যবদ্ধ থেকো”—উল্লেখ করে নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেওয়া হয়, দলকে এগিয়ে নিতে এই মূল্যবোধের বাস্তব প্রয়োগই এখন সময়ের দাবি।
এতে আরও বলা হয়, নিজের নাম জুড়ে দিয়ে ‘ইনশাআল্লাহ’, ‘আলহামদুলিল্লাহ’ বলে যেসব প্রচারণা চালানো হচ্ছে, তা বিভ্রান্তিকর, শৃঙ্খলাবিরোধী এবং দায়িত্বজ্ঞানহীন আচরণ। ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের দায়িত্ব দলের কেন্দ্রীয় নেতৃত্বের ওপর এবং সেই সিদ্ধান্ত হবে জনগণ ও তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিফলন।
নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়—
দায়িত্বশীল আচরণ বজায় রাখা
বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকা
দলকে সংগঠিত করতে নিবেদিত থাকা
এবং নেতৃত্বের প্রতি আস্থা ও শ্রদ্ধা রাখা
অন্যায়কে প্রশ্রয় ও সহযোগিতা—উভয়ই সমান অপরাধ উল্লেখ করে বলা হয়, দলের ভাবমূর্তি রক্ষা, আদর্শ অনুসরণ এবং রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখাই এখন সময়ের সর্বোচ্চ প্রয়োজন।