বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নিঝুমদ্বীপ। শনিবার সকাল থেকে জোয়ারের পানিতে হাঁটু থেকে কোমর সমান পানি ঢুকে পড়েছে বসতঘর, দোকানপাট, সড়ক ও কৃষিজমিতে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় হাজার হাজার মানুষ।
দ্বীপের বাসিন্দাদের ঘরে উঠেছে হাঁটু পানি। রান্নাঘর, উঠান ডুবে গেছে, স্ত্রী-সন্তান ঠাঁই নিয়েছে খাটের উপর। গবাদিপশুগুলো দাঁড়িয়ে আছে বাড়ির পাশের কাঁচা সড়কে। মাছের ঘের ও ফসলের মাঠ ভেসে গেছে, বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছে এলাকাবাসী।
জোয়ারের পানি এত দ্রুত এসেছিল যে অনেকেই কিছু বুঝে ওঠার আগেই পানির মধ্যে পড়ে যান। শিশু, নারী ও বৃদ্ধরা চরম দুর্ভোগে রয়েছেন। কেউ গাছে, কেউবা আশপাশের উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। দ্বীপের প্রায় ৮০ শতাংশ এলাকা এখন পানির নিচে।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, সুষ্ঠু বাঁধ না থাকায় প্রতিবছর এভাবেই ক্ষতির মুখে পড়েন দ্বীপবাসী। এবারও হাজারো পরিবার তাদের ঘরবাড়ি ও জীবিকা হারানোর মুখে। বেড়িবাঁধ না থাকায় দীর্ঘমেয়াদি দুর্যোগ ব্যবস্থাপনা সম্ভব হচ্ছে না।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে প্রশাসন। তবে স্থানীয়দের প্রশ্ন—“প্রতিবারই ডুবে যাই, এবার আবার কবে উঠবো?”