উত্তরা ৩নং সেক্টর কল্যাণ সমিতির আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার (২৬ জুলাই) বেলা ১১টায়। সভায় প্রধান অতিথি ছিলেন ডিএমপি উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মহিদুল ইসলাম পিপিএম।
সভায় তিনি বলেন, “বিমান দুর্ঘটনার সময় উত্তপ্ত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করেছি। কিন্তু হকারদের ভাড়া দিয়ে আবার সরানোর দাবি করা দ্বিচারিতা।” তিনি আরও বলেন, “জনবল সীমিত হলেও আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি। তথ্য-প্রমাণ দিন, আমরা ব্যবস্থা নেব।”
ওসি উত্তরা পশ্চিম থানা মো. আব্দুর রহিম মোল্লা বলেন, “উত্তরার সব সমস্যা আমরাই দেখছি। জনগণের সহযোগিতা পেলে সমাধান সম্ভব।”
সেক্টরের বাসিন্দারা ফুটপাত দখল, রাস্তা পারাপারে ঝুঁকি, যানজট, নারী-শিশুদের চলাচলে প্রতিবন্ধকতা, অটোরিকশার সংকট ও নিরাপত্তার অভাব তুলে ধরেন। তারা প্রতিটি মোড়ে সিসিটিভি ক্যামেরা ও স্পিকার স্থাপনের দাবি জানান।
সভাপতিত্ব করেন কল্যাণ সমিতির সভাপতি ড. আনোয়ার হাসান নূর। তিনি বলেন, “নাগরিক সমস্যা সমাধানে প্রশাসন ও জনগণের সমন্বয়ই মূল চাবিকাঠি।”