শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন

নিম্নচাপের প্রভাবে তিন নম্বর সংকেত পায়রা বন্দরে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি পরে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ও পায়রা সমুদ্র বন্দর এলাকার নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটন কেন্দ্র কুয়াকাটার মেরিন ড্রাইভ এবং পুলিশ বক্স সহ বেশকিছু স্থাপনা সাগরের উত্তাল ঢেউয়ের তোড়ে ভেসে গেছে। 

পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর এবং পটুয়াখালীর নদী বন্দরে এক নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস  জানায়, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করলেও উপকুল জুড়ে এর প্রভাব রয়েছে। উপকূলীয় উপজেলা কলাপাড়া, বাউফল, দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী, মির্জাগঞ্জের বেড়িবাধের ১৭ টি ভাঙ্গা পয়েন্ট দিয়ে অমাবশ্যার জ্যো এবং নিম্নচাপের প্রভাবে জলোচ্ছ্বাস হয়েছে।

এরই মধ্যে রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেড়েছে। এতে করে নিচু এলাকা ও বেড়িবাঁধের বাইরের বসতভিটা, ফসলি জমি ও মৎস্যঘের প্লাবিত হয়েছে। বিশেষ করে চালিতাবুনিয়া ও চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ভাঙা বাঁধ দিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে।

স্থানীয়রা জানান,  অস্বাভাবিক জোয়ারে অনেকের মাছের ঘের ডুবে গেছে, কিছু ঘেরের মাছ ভেসে গেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন তারা।

এদিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। থেমে থেমে বইছে দমকা বাতাস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102