শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১:৩৮ অপরাহ্ন

গণতন্ত্র ফিরাতে দ্রুত নির্বাচন দরকার: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে হোসেন জিল্লুর রহমানের লেখা অর্থনীতি শাসন ও ক্ষমতা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে বললেন, “রাষ্ট্র ও অর্থনীতির কাঠামো রাতারাতি পরিবর্তন হবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে হবে, এর জন্য দ্রুত নির্বাচন দরকার।”

মির্জা ফখরুল ইসলাম আরও যোগ করেন বলেন, “সরকার সংস্কারের চেষ্টা করছে। সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু সংস্কার তো রাতারাতি হয় না। সংস্কারটা মানুষের জন্য। সুতরাং এই মানুষের মন-মানসিকতায় তো একটা পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো।”

‘গণতন্ত্র হরণসহ সার্বিক দিক থেকে গত ১৫ বছরে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। রাজনৈতিক কঠামো পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, আগে ১ লাখ দিতে হতো এখন দিতে হয় ৫ লাখ। পুলিশ দায়িত্ব এড়িয়ে চলছে। চাপিয়ে দিয়ে কোনো কিছু হয় না। একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। গণতন্ত্র সমুন্নত রাখতে হবে’-উল্লেখ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সামনে বড় বিপদে ফেলতে পারে। মনে রাখবেন, রাজনৈতিক দল দেশের উন্নয়নে জনস্বার্থে সব সময় ইতিবাচক ভূমিকা পালন করবে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102