বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

দুবাই ফেরত বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১৪৮-এ আজ সকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, ফলে চট্টগ্রামে জরুরি অবতরণ করতে বাধ্য হয় উড়োজাহাজটি।

সকাল ৭টা ১৫ মিনিটে দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। প্রাথমিক বিশ্রামের পর সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে। তবে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক সমস্যার ইঙ্গিত পেয়ে পাইলট তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সকাল ৮টা ৫৮ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইটটি বর্তমানে শাহ আমানত বিমানবন্দরের বে নম্বর ৮-এ রাখা হয়েছে। যাত্রীদের সবাই নিরাপদে রয়েছেন এবং কারো কোনো শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহীম খলিল জানান, “বিমানের যান্ত্রিক ত্রুটির বিষয়ে টেকনিক্যাল টিম কাজ করছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে ঘটনাটি ঘিরে যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে দ্রুত এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102