অসহায় দুস্থদের মাঝে ধারাবাহিক সহযোগিতার অংশ হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা- ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। তিনি আজ রাজধানীর উত্তর খান এলাকার ৪৪ ও ৪৫ নং ওয়ার্ডে প্রায় ৫ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিলি করেন।
প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মঙ্গলবার সকালে উত্তরার ৪৫ ও ৪৬ ওয়ার্ডে পৃথক দুটি অনুষ্ঠানে এ উপহার সামগ্রী বিলি করেন এমপি হাবিব হাসান। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন ও জাহিদুল মোল্লাসহ থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের পদ প্রত্যাশী বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হাবিব হাসান বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী আমরা সাধ্যমতো সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমাদের নেত্রীর কথা হচ্ছে মানুষের মৌলিক অধিকার অন্য, বস্ত্র ও বাসস্থানের অভাবে কেহ থাকবে না। ইতোমধ্যে আমাদের সরকার গরীব মানুষের পাশে আছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে গত ২০ বছর যাবত আমি সামর্থ্য অনুযায়ী এ এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো।
এর আগে পবিত্র রোজার মাসে আরো প্রায় ৮ হাজার মানুষকে রোজার খাদ্য উপহার হিসেবে দেন। এছাড়া ঈদের আগে আরো প্রায় ২০ হাজার মানুষকে উপহার দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন স্থানীয় এ সাংসদ।