২০২৬ সালের ফেব্রুয়ারি নাগাদ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার যে সম্ভাব্য সময়সীমা শোনা গিয়েছিলো, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এখন সেদিকে এগোচ্ছে কি না–– এ প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমি তো দেখছি এগোচ্ছে”।
আজ বুধবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন এই বিএনপি নেতা।
কেউ নির্বাচনকে বাধাগ্রস্ত করার করছে কি না জানতে চাইলে তিনি বলেন, সচিবালয়ে ঢুকে পড়ার মতো কাজকর্মের মধ্য দিয়ে কেউ কেউ বিশৃঙ্খলা চেষ্টির চেষ্টা করলেও “এটা কখনোই পারবে না”।