শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিশ্বের সর্বোচ্চ স্কোরধারী গ্রিন ফ্যাক্টরি ‘হ্যামস গার্মেন্টস’কে বিজিএমইএ এর বিশেষ সংবর্ধনা প্রদান ২৪ বছর পর খুলনায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বেসরকারি উন্নয়ন সংস্থা স্বাবলম্বীর প্রতিষ্ঠাতা ও সাবেক নির্বাহী পরিচালক বেগম রোকেয়া ইন্তেকাল করেছেন সোমালিয়াতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করেছে তুরস্ক নিউমুরিং টার্মিনাল লিজ দেওয়ার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ রিয়ালের সামনে আবারও বেনফিকা, পিএসজির সামনে মোনাকো শিশু-কিশোরদের ক্ষেত্রে কিছু মাসআলার ভুল প্রয়োগ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা ১ সপ্তাহ কিয়েভে হামলা বন্ধে পুতিনকে অনুরোধ ট্রাম্পের : ক্রেমলিন মূল লড়াই বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে

টিফিন না দেওয়ায় বেঁচে গেল আমার ছেলেটা!

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার পরদিনও স্মৃতি যেন তাড়িয়ে বেড়াচ্ছে শিক্ষার্থীদের স্বজনদের। স্কুল ভবনের পুড়ে যাওয়া দেয়াল, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ আর একাকার হয়ে যাওয়া ক্লাসরুমের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন আশফিয়া মুমতাজ শিল্পী।

তিনি সেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল মোহাইমিন আরিয়ানের মা — যার ছেলে অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছে। শিল্পী বলেন, “প্রতিদিন টিফিন দিই, কিন্তু সেদিন দিতে পারিনি। তাই টাকা দিয়েছিলাম খাবার কিনে খাওয়ার জন্য। আর সেখান থেকেই শুরু হলো ওর বেঁচে ফেরার গল্প।”

ঘটনার দিন কোচিংয়ে যাওয়ার জন্য টিফিন খেতে চেয়েছিল আরিয়ান। শিক্ষক তাকে নামতে বারণ করলেও সে অনুরোধ করে নিচে নামে। আর তখনই ঘটে বিস্ফোরণ।

শিল্পী জানালেন, “ওর স্যার আর এক বন্ধু সাথেই নিচে নেমেছিল। কয়েক কদম আগাতেই এক বিকট শব্দ, আগুন আর ধোঁয়ায় চারদিক অন্ধকার। ও দৌড়ে স্কুলের বাইরে চলে যায়।”

চোখের পানি মুছতে মুছতে বলেন, “আমি টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা। কিন্তু ওর বন্ধুরা আর ফিরে আসেনি…”

বিমান বিধ্বস্তের ঘটনায় স্কুল ভবন আংশিক ধসে পড়ে। নিহত হয় একাধিক শিক্ষার্থী ও স্কুল স্টাফ। মঙ্গলবার দুপুরে ভবনের উদ্ধারকাজ শেষে নিরাপত্তা বাহিনী কড়াকড়ি তুলে নেয়। এরপর স্কুল চত্বরে ঢুকতে শুরু করেন স্বজন ও গণমাধ্যমকর্মীরা।

মাইলস্টোন স্কুলের আকাশে এখনো ভাসে কান্না আর বিচ্ছেদের আর্তনাদ। একদিকে কারো সন্তান অলৌকিকভাবে বেঁচে গেছে, অন্যদিকে অনেক মা-বাবার কোলে ফিরে আসেনি প্রিয় মুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102