রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

মাইলস্টোন থেকে বের হলেন অবরুদ্ধ ২ উপদেষ্টা ও প্রেস সচিব

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

সেই দুপুর থেকে আটকে থাকার পর অবশেষে অবরুদ্ধ দুই উপদেষ্টা, একজন প্রেস সচিব এবং একজন সহকারী প্রেস সচিব মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হয়েছেন। এর আগে তারা দুপুর থেকে মাইলস্টোন স্কুলে অবরুদ্ধ ছিলেন।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তারা বের হয়ে যান। এরপর তারা গাড়িতে উঠে চলে যান। এ সময় তারা কোনো কথা বলেননি।

উপদেষ্টারা হলেন- আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। এ ছাড়া প্রেস সচিব শফিকুল আলম ও একজন সহকারী প্রেস সচিব অবরুদ্ধ ছিলেন।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে কয়েক শতাধিক পুলিশ সদস্য মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে প্রবেশ করে বের করে উপদেষ্টাদের নিরাপদে নিয়ে যান। তারপর দিয়াবাড়ি মোড়ে শিক্ষার্থীদের বাধায় বিকেল সাড়ে ৪টার পর আবারও কলেজের ভেতরে প্রবেশ করেন দুই উপদেষ্টা।

এদিন, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার ঘটনাস্থল পরিদর্শনে আসলে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি।

কলেজের সামনের রাস্তা অবরোধ করে ‘বিচার চাই না, সন্তানের লাশ চাই’, ‘সঠিক লাশের হিসাব চাই’, ‘বিচার চাই বিচার চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ –এমন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ৬ দফা দাবি করলে সেটি সরকার মেনে নিয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় শিক্ষার্থীদের।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102