রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

উত্তরায় বিমান বিধ্বস্তে শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা আমিনুল হক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে উত্তরায় বিমান বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন তিনি।

এক শোকবার্তায় আমিনুল হক বলেন, “উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই গভীর সমবেদনা।”

তিনি বলেন, “জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমান চালানো কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।” তিনি ঘটনাটিকে দায়িত্বহীনতার উদাহরণ হিসেবেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনা জাতীয়ভাবে আমাদের সবার জন্যই দুঃখজনক। আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে ভবিষ্যতে যেন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে, সেই পদক্ষেপ গ্রহণ করবে।”

বিএনপি নেতা দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102