রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২:১৫ পূর্বাহ্ন

নতুন মামলায় আনিসুল-সালমান-সুমনসহ প্রভাবশালীরা গ্রেপ্তার

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

মোহাম্মদপুর থানার একাধিক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম এবং সাবেক মন্ত্রী আ ক ম সরওয়ার জামান বাদশাকে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে।

একইসঙ্গে মুগদা থানার একটি হত্যা চেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকেও গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এসব মামলায় অভিযুক্তদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে সংশ্লিষ্ট থানা পুলিশ। শুনানি শেষে আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তা মঞ্জুর করেন।

এই গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এ ধরনের মামলায় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম আসা এবং তাদের গ্রেপ্তার দেখানো একটি উল্লেখযোগ্য ঘটনা।

এ বিষয়ে সংশ্লিষ্ট আইনজীবী, পুলিশ বা অভিযুক্তদের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে বিচারিক প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোয় এই মামলাগুলোর গতিপথ এবং রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা আরও ঘনীভূত হতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102