বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
হাত পাখা প্রতীকের বাতাসের মাধ্যমে দেশকে ঠান্ডা করতে হবে সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে: কফিল উদ্দিন সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : কফিল উদ্দিন আহমেদ হাতপাখার বাতাসে দেশকে ঠান্ডা করতে হবে: চরমোনাই পীর প্রবাসী দম্পতি প্রতারণায় শিকার; আত্মহত্যার হুমকি উত্তরার প্রতিটি লেকের সৌন্দর্য ফিরিয়ে আনবে বিএনপি: আফাজ উদ্দিন পিআর ও জুলাই সনদের বিরোধিতাই ভারত-আওয়ামী লীগের ‘এজেন্ডা’ মেসির গোল-অ্যাসিস্টে প্রতিশোধ নেওয়া জয় ইন্টার মায়ামির গাজায় ভয়াবহ হামলা, শহর ছাড়ছে হাজারো ফিলিস্তিনি আজ বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার বাতাস ‘সহনীয়’

খাগড়াছড়িতে এনসিপির ও কৃষকদলের কর্মসূচি: বাড়তি নিরাপত্তা

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সোমবার (২১ জুলাই) দুপুর ১২টায় পদযাত্রা ও জনসভার আয়োজন করেছে। কর্মসূচি ঘিরে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। একই দিনে বিকেলে শহরের আরেক প্রান্তে কৃষক দলের কর্মসূচিও থাকায় পুলিশ রয়েছে সর্বোচ্চ সতর্কতায়।

এনসিপির নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার থেকে পদযাত্রা শুরু হয়ে মহাজনপাড়া, নারকেল বাগান, বাজার ও আদালত সড়ক ঘুরে শাপলা চত্বরে এসে শেষ হবে। এরপর দুপুর ১টায় মুক্তমঞ্চে জনসভা অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মনজিলা আক্তার ঝুমা বলেন, “জেলার নয়টি উপজেলা থেকে নেতা-কর্মীরা অংশ নিতে শহরে আসছেন। আমরা আশা করি শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে পারব এবং প্রশাসনসহ সব পক্ষের সহযোগিতা পাব।”

অন্যদিকে খাগড়াছড়ির কলাবাগান এলাকায় বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে বিএনপির অঙ্গসংগঠন কৃষক দলের কেন্দ্রীয় কর্মসূচি। চেঙ্গী স্কয়ার থেকে কলাবাগানের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এই দুই কর্মসূচি ঘিরে শহরে র‌্যাব, আর্মড পুলিশ ও সেনাসদস্যদের পাশাপাশি ৬২০ পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রশাসন।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, “কক্সবাজারের ঘটনার পর আমরা বিশেষভাবে সতর্ক রয়েছি। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আমরা বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা আশ্বস্ত করেছেন—এনসিপির কর্মসূচিতে তারা কোনো ধরনের বাধা দেবে না।”

শহরের বিভিন্ন এলাকায় সকাল থেকে এনসিপি নেতাদের স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন সাঁটানো ও জমায়েত লক্ষ্য করা গেছে। মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থানও দৃশ্যমান।

বিএনপির স্থানীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সবসময় শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করি। এনসিপি নেতাদের অনুরোধ করেছি যাতে তারা কোনো উসকানিমূলক বক্তব্য না দেন। আমাদের পক্ষ থেকেও কর্মীদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে।”

নিরাপত্তা ও রাজনৈতিক সমঝোতার এমন প্রেক্ষাপটে খাগড়াছড়ির এই দুই কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি ঘনিষ্ঠ পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102