রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৪:২৪ অপরাহ্ন

মীরমুগ্ধ মঞ্চে শহীদ স্মরণে তিন পর্বের ব্যতিক্রমী আয়োজন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

শহীদদের স্মরণে মীরমুগ্ধ মঞ্চে অনুষ্ঠিত হয়েছে এক অনন্য ও আবেগঘন তিন পর্বের অনুষ্ঠান। শুক্রবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সূচনা হয় ৩০ জন হাফেজের সম্মিলিত কুরআন তেলাওয়াত ও খতমুল কোরআনের মাধ্যমে। পরবর্তী দোয়া মাহফিলে জুলাই আন্দোলনসহ দেশের বিভিন্ন সময়ে শহীদ হওয়া সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

দ্বিতীয় পর্বে ছিল রক্তদান কর্মসূচি, যেখানে রাজনৈতিক সংগঠনের কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেন। রক্ত সংগ্রহে সহায়তা করে ‘রিদম ব্লাড ডোনেশন’। আয়োজকরা জানান, শহীদদের রক্তের ঋণ শোধের উপায় নেই, এই রক্তদান সেই আত্মত্যাগের প্রতি প্রতীকী শ্রদ্ধা।

সমাপনী পর্বে প্রদর্শিত হয় গবেষণাভিত্তিক একটি স্মৃতিচারণমূলক ডকুমেন্টারি, যাতে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের সংগ্রাম ও সাহসিকতার বাস্তব চিত্র তুলে ধরা হয়। ডকুমেন্টারিটি দেখতে উপস্থিত ছিলেন শিক্ষার্থী, রাজনৈতিক প্রতিনিধি ও স্থানীয় নাগরিকরা।

জাতীয় নাগরিক পার্টির তুরাগ থানা শাখার সদস্য সালমান ওয়াসিফ শাওন বলেন, “এই আয়োজন শুধু স্মৃতিচারণ নয়, বরং শহীদদের রক্তে লেখা ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে পৌঁছে দেওয়ার একটি প্রতিশ্রুতি।”

এই তিন পর্বের আয়োজন একদিকে যেমন শ্রদ্ধা জ্ঞাপনের প্রতীক, অন্যদিকে তা শহীদদের আদর্শে প্রজন্ম গঠনের এক আন্তরিক প্রয়াস।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102