রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে সড়ক পরিকল্পনা ও নাগরিক সুবিধা উন্নয়নের অংশ হিসেবে সেক্টরের বিভিন্ন রোডে নতুন সাইনবোর্ড প্রতিস্থাপন করা হয়েছে।
আজ শুক্রবার (১৮ জুলাই) সকালে সেক্টরের রোডগুলোতে এই সাইনবোর্ড প্রতিস্থাপন কর্মসূচি সম্পন্ন হয়।
কার্যক্রমটি উদ্বোধন করেন ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,”এলাকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে এমন উদ্যোগ সময়োপযোগী এবং প্রশংসনীয়। রোড সাইন স্থাপন শুধুমাত্র পথ নির্দেশের জন্য নয়, বরং এটি একটি সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনার প্রতীক।
জানা যায়, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স এন্ড ম্যানেজমেন্ট ও ঢাকা আইইএলটিএস সেন্টারের সৌজন্যে এই কার্যক্রম বাস্তবায়িত হয়।