শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

পশ্চিমা মিডিয়া বিশ্বে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছে

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

পশ্চিমা মিডিয়াগুলো সারাবিশ্বে ইসলামবিদ্বেষ ও ইসলাম ভীতি ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের লিভারপুল হোপ বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক খন্দকার কবির উদ্দিন।

আজ (শুক্রবার) বিকালে রাজধানীর উত্তরায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি) কর্তৃক আয়োজিত পশ্চিমা গণমাধ্যমে ইসলামভীতির বয়ান ও মুসলিমদের ওপর এর প্রভাব শীর্ষক সেমিনারের প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক কবির উদ্দিন বলেন, ইসলামোফোবিয়া আজ পশ্চিমা বিশ্বে একটি প্রাতিষ্ঠানিক ও সাংস্কৃতিক বিদ্বেষের রূপ নিয়েছে। যেখানে ইসলামী পরিভাষা ও ধর্মীয় চিহ্নগুলোকে উদ্দেশ্যমূলকভাবে সহিংসতা, সন্ত্রাসবাদ, পশ্চাদপদতা ও জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ও একাকার করে বিশ্বব্যাপী উপস্থাপন করা হচ্ছে।

তিনি বলেন, পশ্চিমা বিশ্বের গণমাধ্যমে ‘আল্লাহু আকবর বা ‘জিহাদ’ শব্দগুলোকে প্রাসঙ্গিক ব্যাখ্যা ছাড়াই নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়, যা মুসলমানদের পরিচিতি ও সামাজিক অন্তর্ভুক্তিকে ক্ষতিগ্রস্ত করে।

এ সময় খন্দকার কবির উদ্দিন ডিসকোর্স অ্যানালাইসিস পদ্ধতিতে পশ্চিমা মিডিয়ার ইসলাম বিদ্বেষ ছড়ানোর বর্ণণা অতিথিদের সামনে তুলে ধরে বলেন, পশ্চিমা মিডিয়ার এই মনোভাব শুধু মুসলিমদের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে না বরং পশ্চিমা সমাজে বসবাসরত মুসলিমদের মানসিক স্বাস্থ্য, ধর্মীয় পরিচিতি ও সামাজিক অংশগ্রহণকেও ব্যাহত করে।

সেমিনারে সভাপতিত্ব করেন বিআইআইটির মহাপরিচালক অধ্যাপক ড. এম আবদুল আজিজ। এ সময় আলোচনায় অংশ নেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শাহজাহান খান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের  ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপক ড. শামসুদ্দীন আহমেদ, বিআইআইটির নির্বাহী পরিষদের সদস্য মীর লুৎফুল কবীর সাদী ও ড. সৈয়দ শহীদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102