কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা আন্দোলনে তাৎকালীন পুলিশ, ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের অতর্কিত হামলা ও হত্যার প্রতিবাদে গত বছরের ১৮ জুলাই দেশজুড়ে কমপ্লিট শাটডাউনের ডাক দেয়া শিক্ষার্থীরা।
১৮ জুলাই রাত পোহাবার আগেই ১৭ জুলাই রাত আটটায় মশাল হাতে জ্বলে ওঠে উত্তরার আইইউবিএটির সাধারণ শিক্ষার্থীরা।
সে রাতে উত্তরার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন পরদিন ভোরের আলোর অপেক্ষায় তখন মশাল হাতে ক্যাম্পাসের সামনে প্রথম কর্মসূচির সূচনা করে আইইউবিএটির শত শত শিক্ষার্থী।
শিক্ষার্থীদের ওই মশাল প্রজ্বলন কর্মসূচি ঘিরে সে রাতে কয়েক গাড়ি পুলিশ অবস্থান নেয় আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের সামনে।
১৭ জুলাই রাতের ওই কর্মসূচির বিষয়ে আইইউবিএটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও উত্তরায় জুলাই আন্দোলনের সংগঠক রাজু আহমেদ আসিফ জানায়, এটা শুধু উত্তরা নয়- উত্তরার আইইউবিএটি থেকে প্রথম মশাল প্রজ্বলন করা হয় শাটডাউন কর্মসূচি ঘিরে।
রাজু বলেন, আমাদের রোডম্যাপটা ছিল ক্যাম্পাস থেকে স্লুইচ গেইট হয়ে উত্তরা ১১ নম্বর সেক্টর জমজম টাওয়ারের সামনে দাঁড়ানো। যাওয়ার পথে মাইলস্টোন, মনসুর আলী মেডিকেলের শিক্ষার্থীদেরকে নিয়ে জমজম অবস্থান করা। জমজমে গেলে আমাদের সাথে যুক্ত হয় শান্ত মরিয়মসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা।
তিনি জানান, জুলাই আন্দোলন আমরা এই রোডম্যাপেই করি। ক্যাম্পাস থেকে আমরা বের হওয়ার সময় টঙ্গী কলেজের শিক্ষার্থীরা এসে আমাদের সঙ্গে যোগ দিত। এভাবেই আমরা করি।