চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে সম্পর্ক তিক্ত হওয়ার পর মঙ্গলবার প্রথমবার শি জিনপিংয়ের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর।
নিজের এক্স পোস্টে জয়শঙ্কর লিখেছেন, তিনি জিনপিংয়ের সঙ্গে ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে কথা বলেছেন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা তার কাছে পৌঁছে দিয়েছেন। এর আগে গত বছর চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদির সাক্ষাৎ হয়েছিল এসসিও সম্মেলনে।







