সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন

জুলাই শহীদদের কেন ‘জাতীয় বীর’ ঘোষণা নয়, জানতে চেয়ে রুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিমসহ অন্যান্য শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা না করার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ড. মুহাম্মদ ইউনূসকে জাতীয় সংস্কারক ঘোষণা না করার বিষয়েও জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আজ সোমবার (১৪ই জুলাই), বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রুলে জানতে চাওয়া হয়েছে, কেন এই শহীদদের ‘জাতীয় বীর’ এবং ড. ইউনূসকে ‘জাতীয় সংস্কারক’ ঘোষণা করা হবে না—সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা দিতে হবে।

রুলের প্রতিপক্ষ হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি চার সপ্তাহের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী জিন্নাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইকরামুল কবির।

এ বিষয়ে রিটকারী পক্ষের আইনজীবী বলেন, “গণঅভ্যুত্থানে শহীদ হওয়া এই তরুণেরা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁদের আত্মত্যাগকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত। একইভাবে ড. মুহাম্মদ ইউনূস দেশের অর্থনৈতিক ও সামাজিক সংস্কারে বৈপ্লবিক ভূমিকা রেখেছেন, যেটি রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি রাখে।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102