রাজধানীর মিটফোর্ডে যুবদল নেতাকর্মীদের দ্বারা ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নির্মমভাবে হত্যার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। এরই প্রতিবাদে রাজধানীর উত্তরায় সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করেছে স্থানীয় ছাত্র-জনতা।
দুপুরে উত্তরার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আজমপুর ফুটওভার ব্রিজের নিচে জড়ো হয়ে শপথ বাক্য পাঠ করেন প্রতিবাদকারীরা।
এ সময় উপস্থিত ছাত্র-জনতা ও স্থানীয়রা হাত উচু করে সমস্বরে বলেন- আমি শপথ করেতিছে যে, ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের শক্তিকে ধারণ করে শহিদদের রক্তের আমানত রক্ষা করার জন্য সকল সন্ত্রাসী, চাঁদাবাজি, রাহাজানি, খুন, ধর্ষণকারীদের বিরুদ্ধে আমরা আজীবন মাঠে থাকব।
শপথ বাক্যে আরো বলা হয়, যতদিন না পর্যন্ত বাংলাদেশকে আমরা ভিনদেশি তাবেদারির হাত থেকে রক্ষা করতে পারব ততদিন পর্যন্ত আমরা ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে লড়ব ইনশাআল্লাহ।
ছাত্রজনতাকে শপথ বাক্য পাঠ করান জুলাই রেভ্যুলেশন অ্যালায়েন্সের অন্যতম সদস্য লাবিব মুহান্নাদ। এতে উপস্থিত ছিলেন সরদার রিয়াদ, সোয়াত মাহমুদ, তমা, নাহিদ শিকদারসহ স্থানীয় জুলাই আন্দোলনের সক্রিয় সদস্যরা।
এ সময় প্রতিবাদকারীরা- ক্ষমতা না জনতা?, জনতা- জনতা। ভারতের দালালেরা, হুঁশিয়ারি সাবধান। নির্বাচন না সংস্কার- সংস্কার, সংস্কার। বিচার না নির্বাচন- বিচার, বিচার- ইত্যাদি স্লোগান দেয়।
এর আগে উত্তরার বিএনএস সেন্টার থেকে জড়ো হয়ে ঢাকা-বিমানবন্দর মহাসড়ক পদক্ষীণ শেষে আজমপুর ফুটওভার ব্রিজের নিচে জড়ো হন শিক্ষার্থীরা ভবিষ্যতে রাজনৈতিক দলের ছত্রছায়ায় ক্যাডার ও সন্ত্রাসীদের ঠাই দেয়া হলে ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। একই সঙ্গে ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নির্দেশদাতাদের বিচার দাবি করেছেন স্থানীয়রা।
উল্লেখ্য, গত বুধবার রাজধানীর মিটফোর্ড হাসপাতাল এলাকায় রাস্তায় ফেলে প্রকাশ্যে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী মোট চারজনকে গ্রেপ্তার করলেও জড়িত অনেকেই এখনো অধরা। এরই প্রতিবাদে উত্তরাসহ ঢাকার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিক্ষোভে নেমেছে ছাত্র-জনতাসহ স্থানীয়রা।
#জি-টি