দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল রক্ষা, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ১১ জুলাই ২০২৫ তারিখ, সন্ধ্যে ৭ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানাধীন কুরাতলি এলাকায় পরিচালিত এ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ী — রিপন (৩৫) এবং বন্যা (৩২) — কে হাতেনাতে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে মোট ৩ কেজি পরিমাণ গাঁজা জব্দ করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী সেনা সদস্যরা দ্রুত, সুনির্দিষ্ট এবং ঝুঁকিমুক্তভাবে এলাকা নিয়ন্ত্রণে নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতদের খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনানুগ কার্যক্রম সম্পন্ন করা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকাটিকে কেন্দ্র করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। এলাকাবাসী সেনাবাহিনীর এমন উদ্যোগে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এ ধরনের অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান,
“রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং আইনবহির্ভূত অপতৎপরতা দমনই আমাদের অঙ্গীকার। মাদক ও অপরাধ দমনে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”