শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:২৭ অপরাহ্ন

হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে বিটচ্যাট, চলবে নেট ছাড়াই

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ১২ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

টুইটারের (বর্তমানে এক্স) সহপ্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জ্যাক ডরসি এবার মেসেজিং অ্যাপ দুনিয়ায় চমক নিয়ে এসেছেন। ‘বিটচ্যাট’ নামের নতুন এই অ্যাপটি হতে যাচ্ছে হোয়াটসঅ্যাপের বিকল্প—যা চলবে সম্পূর্ণরূপে ইন্টারনেট ছাড়াই।

এই ব্যতিক্রমধর্মী মেসেজিং প্ল্যাটফর্মটি ব্লুটুথ মেশ নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এখানে কেন্দ্রীয় সার্ভার, ইন্টারনেট, ফোন নম্বর কিংবা ই-মেইল কিছুই প্রয়োজন পড়ে না। এটি একটি বিকেন্দ্রীকৃত, পিয়ার-টু-পিয়ার (P2P) যোগাযোগব্যবস্থা।

সম্প্রতি এক্স-এ দেওয়া এক পোস্টে ডরসি জানান, বিটচ্যাট এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। আগ্রহী ব্যবহারকারীরা টেস্টফ্লাইট অ্যাপের মাধ্যমে এর ট্রায়াল ভার্সন ব্যবহার করতে পারবেন। একই সঙ্গে GitHub-এ অ্যাপটির হোয়াইট পেপারও প্রকাশ করা হয়েছে।

হোয়াইট পেপারে অ্যাপটির প্রযুক্তিগত বিশ্লেষণ তুলে ধরা হয়েছে—যেখানে ডরসি ব্যাখ্যা করেছেন ব্লুটুথ মেশ, রিলে, স্টোর অ্যান্ড ফরোয়ার্ড মডেল এবং এনক্রিপশন কৌশল কীভাবে ব্যবহার করা হয়েছে।

বিটচ্যাট কাছাকাছি থাকা ডিভাইসগুলোর মধ্যে অস্থায়ী ও এনক্রিপ্ট করা বার্তা আদান-প্রদান করে। ব্যবহারকারীদের চলাফেরার সময় তাদের ডিভাইস স্থানীয় ‘ব্লুটুথ ক্লাস্টার’ তৈরি করে, যার মাধ্যমে ধাপে ধাপে বার্তা পৌঁছে যায় গন্তব্য ডিভাইসে ইন্টারনেট ছাড়াই।

অ্যাপটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ‘ব্রিজ ডিভাইস’, যা একাধিক ক্লাস্টার সংযুক্ত করে নেটওয়ার্ককে আরো বিস্তৃত করে। সব বার্তা ব্যবহারকারীর ডিভাইসে থাকে, কোনো কেন্দ্রীভূত সার্ভারে নয়, এবং তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

এই অ্যাপের মাধ্যমে ডরসি আবারও তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও সেন্সরশিপবিরোধী অবস্থান তুলে ধরেছেন, যা প্রযুক্তি জগতে নতুন আলোচনার জন্ম দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102