জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই মৃত্যুর অধিকাংশই ঘটেছে কুখ্যাত গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন(জিএইচএফ) পরিচালিত স্থানে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী হিসেবে পরিচিত। তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবারই দক্ষিণ গাজার রাফাহ শহরে জিএইচএফ পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ১০ জন নিহত হয়েছেন।
সংবাদ মাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ পেয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘গত মে মাসের শেষ দিকে জাতিসংঘের নিষেধ সত্ত্বেও মানবাধিকার সংস্থার নামে জিএইচএফ গাজায় তাদের কার্যক্রম শুরু করে। ইসরােইল ও যুক্তরাষ্ট্র মিলে এ সংগঠনটি গড়ে তুলেছে। শুক্রবার জিএইচএফ ত্রাণ নিতে আসা আরও ১০ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন অন্তত ৬০ জন। এ প্রেক্ষাপটে ফিলিস্তিনি শরণার্থী-বিষয়ক জাতিসংঘের প্রধান ফিলিপ লাজ্জারিনি বলেন, ‘গাজায় ইসরায়েল হত্যার সবচেয়ে নির্মম ও দুরভিসন্ধিমূলক পথ বেছে নিয়েছে। উপত্যকা শিশু ও ত্রাণপ্রত্যাশীদের জন্য গোরস্তানে পরিণত হয়েছে।’
ওএইচসিএইচআরের মুখপাত্র রাবিনা শামদাশানি বলেন, ৭ জুলাই পর্যন্ত ৭৯৮ ত্রাণপ্রত্যাশী নিহত হয়েছেন। এ অবস্থায় বিশ্বব্যাপী চিকিৎসকদের সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার বলেছে, গাজায় ‘চরম পুষ্টিহীনতা নজিরবিহীনভাবে বেড়েছে।