রাজধানীর উত্তরা ১১, ১২, ১৩ ও ১৪ নম্বর সেক্টরের ফ্ল্যাট ও বাড়ির মালিকরা ২০০৮ সাল থেকে আরোপিত হোল্ডিং ট্যাক্সকে সম্পূর্ণ “বেআইনি ও নাগরিক অধিকার লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) উত্তরা ১১ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তাঁরা এই দাবি তুলে ধরেন।
বক্তারা জানান, যদিও ২০১৬ সালের ২৮ জুন এসব এলাকা ডিএনসিসির আওতাভুক্ত হয়, তবুও ২০০৮ সাল থেকেই কর আদায় করছে সিটি কর্পোরেশন—যা আইনগতভাবে ভিত্তিহীন। তারা অভিযোগ করেন, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে আগেই কর আরোপ করে আসছে ডিএনসিসি, যা স্থানীয় জনগণের ভোটাধিকার ও নাগরিক মর্যাদাকে উপেক্ষা করেছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০১৮ ও ২০১৯ সালে বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করা হয় এবং ২০১৯ সালের মে মাসে কর আদায়ের কার্যক্রম স্থগিত করা হলেও, বিষয়টির স্থায়ী নিষ্পত্তি এখনো হয়নি।
বাসিন্দারা বলেন, “আমরা ২০১৬ সাল থেকে শুরু করে যথাযথ কর দিতে প্রস্তুত, তবে তার আগের করকে আমরা কোনোভাবেই বৈধ মনে করি না।”
তারা এ বিষয়ে প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়, ডিএনসিসি প্রশাসক ও উচ্চ আদালতের হস্তক্ষেপ কামনা করেন।