শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

এক ব্যালটে ইসলামিক দলগুলোর সম্ভাবনা: অধ্যাপক সাইফ উদ্দিন

তমাল ফরাজী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোর একটি বক্স এবং একটি ব্যালট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর খেলাফত মজলিসের সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ।

এসময় তিনি উত্তরা নিউজকে জানান, খেলাফত মজলিস এমন একটি আন্দোলন সংগঠন, যেই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ, জনস্বার্থ ও জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা।
বক্তব্যে সাইফ উদ্দিন বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সবাই বাকস্বাধীনতা হারিয়েছি। সকলে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছি। জুলাই মাসজুড়ে যেভাবে নির্বিচারে হত্যা ও জুলুম চালানো হয়েছে, আমরা চাইলেও তখন কিছু করতে পারিনি। বাংলাদেশে জুলাই গণহত্যার সাথে জড়িত সকলের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই।

জাতীয় রাজনীতি নিয়ে তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে তিনটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিচার, সংস্কার এবং নির্বাচন। এসব বিষয়ে সুষ্ঠু ও কার্যকর উদ্যোগ ছাড়া দেশের স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি আরও বলেন, গত ১৬ বছর, এমনকি বিগত ৫৪ বছরে যত দলের পালাবদল হয়েছে, কেউ জনগণের আশা পূরণ করতে পারেনি। মানুষ এখন চায় নতুন কেউ আসুক। জনগণ এখন ইসলামিক দলকে ক্ষমতায় দেখতে চায়। আমরা এ দেশের মানুষের মুক্তির সংগ্রামকে ত্বরান্বিত করতে চাই। জনগণের জনস্বার্থ, জনগণের অধিকার নিশ্চিত করতে কাজ করছি এবং ভবিষ্যতেও করব

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102