এসএসসি ও সমমানের পরীক্ষাই মাইলস্টোন কলেজে পাসের হার ৯৭ দশমিক ২১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর উত্তরার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা আবারও উজ্জ্বল ফলাফল করেছে। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১৮৬৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৮১৪ জন। পাসের হার ৯৭.২১%। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬৬৩ জন শিক্ষার্থী।
বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিল ১৫৮৬ জন, পাস করেছে ১৫৫২ জন পাসের হার ৯৮%। জিপিএ-৫ পেয়েছে ৬৫৫ জন। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ছিল ২২৮ জন এবং পাস করেছে ২১০ জন।
কলেজের এই ধারাবাহিক সাফল্য প্রসঙ্গে মাইলস্টোন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম বলেন, “এটি আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। নিয়মিত একাডেমিক পর্যবেক্ষণ, মানসম্পন্ন পাঠদান এবং সচেতন অভিভাবকরা এ সাফল্যের মূল ভিত্তি।”
উল্লেখ্য, এবার এসএসসি পরীক্ষায় সারাদেশে পাসের হার ও জিপিএ-৫, দুইই কমেছে। চলতি বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী।
অপরদিকে, গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন শিক্ষার্থী।