সিরাজগঞ্জের সলঙ্গায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক পরিবারের দুই সদস্য—বাবা ও ছেলে—নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের আরেক সদস্য, বড় ছেলে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) ভোরে সলঙ্গা থানার চড়িয়া মধ্যপাড়ার নূরজাহান হোটেলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুরনাবেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) ও তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত বড় ছেলে রাসেল খন্দকারকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা আব্দুল মান্নান তার দুই ছেলেকে নিয়ে নিজস্ব ব্যাটারিচালিত অটোরিকশায় করে চিকিৎসার উদ্দেশ্যে সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা হন। পথিমধ্যে মহাসড়কের খানাখন্দ এড়াতে যানটি মাঝপথ দিয়ে অতিক্রম করছিল। এ সময় পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবা ও ছোট ছেলে প্রাণ হারান।
খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তীতে স্বজনদের কাছে হস্তান্তর করে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।