মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:১৭ অপরাহ্ন

কৃষি খাতের আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: রবিবার, ৬ জুলাই, ২০২৫
করদাতারা ১ জুলাই থেকে চলতি অর্থবছরের বার্ষিক আয়কর বিবরণী (রিটার্ন) জমা দিতে পারবেন, যা ৩০ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। এবার করমুক্ত আয়সীমা আগের মতোই সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে। তবে রিটার্ন জমা দেওয়ার সময় করের হিসাব-নিকাশে বাজেটে আনা পাঁচটি পরিবর্তন অবশ্যই খেয়াল রাখতে হবে।তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো, কৃষি খাতের আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত।শহরের অনেকেই জমি কিনে বা লিজ নিয়ে শাকসবজি ও অন্যান্য কৃষিপণ্য উৎপাদন করছেন। বাণিজ্যিকভাবে কৃষি কার্যক্রমকে উৎসাহিত করতে এবার কৃষি খাতের জন্য কর ছাড়ের সুযোগ রাখা হয়েছে। কোনো করদাতার কৃষি থেকে প্রাপ্ত বার্ষিক আয় পাঁচ লাখ টাকা পর্যন্ত করমুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102