স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) আজ (৬ই জুলাই,২০২৫) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও উত্তরা এলাকায় বিভিন্ন পুলিশ সংস্থা পরিদর্শন করেছেন। তিনি আইনশৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মূল্যবান মতবিনিময় করেন।
বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শনের সময় উপদেষ্টা বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান এখন আর নেই। গত দশ মাসে কোনো ধরনের জঙ্গি তথ্য পাওয়া যায়নি। এটি পুলিশের কঠোর পরিশ্রম ও জনসাধারণের সহযোগিতার ফল।”
উত্তরা পূর্ব থানা পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, “আগে আমি এখানে একটি ভালো ওয়াশরুমের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলাম, আজ এসে দেখে ভালো লাগছে যে তা সম্পন্ন হয়েছে।” এছাড়া তিনি দেশের নির্বাচন প্রক্রিয়ার সফল ও সুষ্ঠু বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির কথা উল্লেখ করেন এবং বলেন, “নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করে না, আমাদের হাতে এখনো ছয় মাস সময় আছে, আমরা শুরু থেকেই প্রস্তুত।”
থানায় পুলিশের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যা ও চাহিদা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন। এ ছাড়া ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে শ্রমঘন এলাকা ও শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় তাদের ভূমিকা প্রশংসা করেন।