মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

খিলক্ষেতে কাভার্ড ভ্যানে পিষ্ট হয়ে ডিএনসিসির দুই কর্মী নিহত

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৬ জুলাই, ২০২৫
প্রতীকী ছবি | উত্তরা নিউজ

রাজধানীর খিলক্ষেত এলাকায় দ্রুতগামী একটি কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। নিহতরা হলেন মোছা. নিহার (৪০) ও আশরাফ আলী (৬০)। ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানের চালক আবুল কাশেমকে পুলিশ আটক করেছে।

রোববার ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের খিলক্ষেতের লা মেরিডিয়ান সংলগ্ন বনরুপা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই পরিচ্ছন্নতাকর্মী যথাক্রমে ডিএনসিসির খিলক্ষেত ১৭ নম্বর ওয়ার্ড ও কুড়িল বিশ্বরোড এলাকার বাসিন্দা ছিলেন।

খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান দেওয়ান জানান, দুর্ঘটনার সময় পরিচ্ছন্নতাকর্মীরা মহাসড়ক পরিষ্কার করছিলেন। হঠাৎ দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। চালককে আটক করে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

একজন ট্রাফিক সার্জেন্টও নিশ্চিত করেন, রাস্তায় পারাপারের সময় কাভার্ডভ্যানটি পরিচ্ছন্নতাকর্মীদের চাপা দেয়ার কারণে তারা মারা গেছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিহত মোছা. নিহারের বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার শারাইডাঙ্গা গ্রামে এবং আশরাফ আলী নওগাঁ সদর উপজেলার ফটিয়া মারি গ্রামের ছেলে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102