মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে একটি চক্র: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৬ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

বিএনপির বিরুদ্ধে ‘সংস্কারবিরোধী’ অপপ্রচার একটি পরিকল্পিত মহলের কাজ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত বেশিরভাগ সংস্কারের সঙ্গে বিএনপি একমত হয়েছে।

মির্জা ফখরুল বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে বিএনপি সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালাচ্ছে। অথচ ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ‘ভিশন-২০৩০’ ঘোষণার মধ্য দিয়েই আমরা সংস্কারের কথা বলেছি। পরে ২০২২ সালে ২৭ দফা এবং ২০২৩ সালে অন্যান্য দলের সঙ্গে আলোচনা করে ৩১ দফা প্রস্তাব দেওয়া হয়।”

তিনি আরও বলেন, “আমরা আন্তরিক বলেই ৩১ দফা নিয়ে সারা দেশে অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণ, সুধী সমাজ ও সুশীল সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় করেছি। অথচ আজ একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

বিএনপি মহাসচিব পরিষ্কার করে জানান, রাষ্ট্রকাঠামোকে দুর্বল করবে এমন কোনো সংস্কার প্রস্তাবে দলটি দ্বিমত পোষণ করতে পারে, কিন্তু তা সংস্কারবিরোধিতা নয়। বরং দেশের স্বার্থে প্রয়োজনীয় ছাড় দিয়ে হলেও বিএনপি সংস্কার প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন, “আমরা চাই একটি আধুনিক, গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো। বিএনপি সেই পথেই অঙ্গীকারবদ্ধভাবে এগোচ্ছে।”

সংবাদ সম্মেলনে দলের সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102