হৃদরোগে আক্রান্ত হয়ে জাতীয় নাগরিক পার্টির যুব শাখা জাতীয় যুবশক্তির ঢাকা মহানগর নেতা মো. মুহতাশিমুর রহমান শিহাব হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সন্ধ্যায় শিহাবকে দেখতে হাসপাতালে যান জাতীয় যুবশক্তির আহ্বায়ক এডভোকেট মো তারিকুল ইসলাম, সদস্য-সচিব ডা জাহেদুল ইসলাম এবং, সিনিয়র যুগ্ম সদস্য সচিব, দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)সহ অন্যান্য নেতাকর্মীরা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাতে শিহাব হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্যরা তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে সিসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন।
আজ (শনিবার) সন্ধ্যায় শিহাবের শারিরিক অবস্থা আগের চেয়ে উন্নতি লাভ করেছে বলে জানিয়েছে পরিবার।
জাতীয় যুবশক্তি নেতা মো. মুহতাশিমুর রহমান শিহাবের সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন জুলাই অনলাইন একটিভিস্টস ফোরাম (জোয়াফ)সহ যুবশক্তির বিভিন্ন থানা শাখার প্রতিনিধিরা