বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১১:২২ অপরাহ্ন

পাকিস্তানে মাইক্রোসফটের অধ্যায় ইতি

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৫ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

টেক জায়ান্ট মাইক্রোসফট ২৫ বছর পর পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ দিচ্ছে। কর্মী সংখ্যা কমানোর বৈশ্বিক কৌশলের অংশ হিসেবে সংস্থাটি পাকিস্তানে তাদের কার্যক্রম গুঁটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য হিন্দুর।

পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনও দেশটিতে মাইক্রোসফটের অফিস বন্ধ হওয়ার তথ্য নিশ্চিত করেছে। মাইক্রোসফট পাকিস্তানের সাবেক প্রতিষ্ঠাতা কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান সরকারের লিঙ্কডইনের পোস্টের বরাত দিয়ে ডন এই তথ্য জানিয়েছে।

সূত্রের বরাতে জাওয়াদ রেহমান দাবি করেছেন, মাইক্রোসফট আনুষ্ঠানিকভাবে পাকিস্তানে তাদের কার্যক্রম বন্ধ করছে। এই খবরে পাকিস্তানের বিভিন্ন স্টেকহোল্ডার শুক্রবার (৪ জুলাই) উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, মাইক্রোসফটের অফিস বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতি আরও সমস্যার মুখে পড়বে।

জাওয়াদ রেহমান বলেছেন, মাইক্রোসফটের মতো বিশ্বব্যাপী টেক জায়ান্টরাও পাকিস্তানে ব্যবসার পরিবেশকে অস্থিতিশীল বলে মনে করছেন। তিনি বলেছেন, একসময় মাইক্রোসফট পাকিস্তানে তাদের ব্যবসা সম্প্রসারণের কথা বিবেচনা করেছিল, কিন্তু দেশে অস্থিরতার কারণে কোম্পানিটি ২০২২ সালের শেষের দিকে ভিয়েতনামকে বেছে নেয়।

এ ছাড়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট  আরিফ আলভিও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেছেন, এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।

২০০০ সালের জুন মাসে মাইক্রোসফট পাকিস্তানে তাদের কার্যক্রম শুরু করেছিল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102