মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

তরুণ ভোটাররা ভোট দিতে মুখিয়ে আছে: এস এম জাহাঙ্গীর

তমাল ফরাজী
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

তরুণ ভোটাররা ভোট দিতে মুখিয়ে আছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ (শুক্রবার) বিকালে উত্তরার আজমপুর আমির কমপ্লেক্স এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এস এম জাহাঙ্গীর বলেন, “আমরা দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন করেছি। আমরা মনে করি, এটি তারেক রহমানের ঘাঁটি, বিএনপির ঘাঁটি, ধানের শীষের ঘাঁটি।

বক্তব্যে জাহাঙ্গীর বলেন,  “জুলাইয়ে সর্ববৃহৎ আন্দোলন শুরু হয়েছিল এই উত্তরাতে। যখন কোনো স্বৈরাচার, অন্যায়, অনিয়ম তৈরি হয়, তখন উত্তরার শান্ত মানুষ অশান্ত হয়ে প্রতিবাদে নেমে আসে। উত্তরার মাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, এদেশের সচেতন মানুষের ঘাঁটি—এখানে কেউ অন্যায় বা অপরাধ করে পার পাবে না।”

তিনি বলেন, “আমরা যে গণতন্ত্র, স্বাধীনতা, ভোটাধিকার পেয়েছি, তার জন্য যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের কাউকে জাতীয়তাবাদী শক্তি কোনোদিন ভুলবে না।”

বক্তব্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে এস এম জাহাঙ্গীর  বলেন, “ফ্যাসিস্ট হাসিনা ৫ তারিখে পালিয়েছে। শুধু পালালেই হবে না, গত ১৬ বছর ধরে আমাদের নেতা-কর্মীদের হত্যা, গুমসহ যে অত্যাচার চালানো হয়েছে তার বিচার এই দেশের মাটিতেই হবে।”

ভোট ও রাজনীতি প্রসঙ্গে তিনি  বলেন, “আমাদের পার্টির চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন—আমরা জনগণের জন্য রাজনীতি করি, গণতন্ত্রের জন্য রাজনীতি করি, ক্ষমতার জন্য নয়। কিন্তু যারা ভোট নিয়ে ছিনিমিনি খেলছেন, আনুপাতিক হারে ভোটের কথা বলছেন, তাদেরকে আমি বলে দিতে চাই—আপনারা বোকার স্বর্গে বাস করছেন। বাংলাদেশের মতো দেশে আনুপাতিক হারে ভোটের সুযোগ নেই।’

এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণ আয়োজনটিতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102