মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

সাংবাদিক হামলার নির্দেশদাতা কসাই পারভেজ

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরখানে পাওনা টাকা চাওয়ায় দৈনিক আজকের পত্রিকা-এর সিটি রিপোর্টার নুরুল আমিন হাসানের ওপর সশস্ত্র হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উত্তরখান মাজারের সামনে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাতে জানা যায়, স্থানীয় ‘কসাই পারভেজ’ নামের এক ব্যবসায়ীর নেতৃত্বে রকি, জানু ও জাহিদসহ আরও কয়েকজন মিলে অতর্কিতভাবে এই হামলা চালায়। হামলাকারীরা হাসানকে মারধরের পাশাপাশি তার গলায় থাকা রূপার চেইন, মানিব্যাগে থাকা নগদ অর্থ, সাংবাদিক পরিচয়পত্র ও গুরুত্বপূর্ণ ডেবিট কার্ড ছিনিয়ে নেয়।

হামলার শিকার সাংবাদিক নুরুল আমিন হাসান জানান, দীর্ঘদিন ধরে একটি ব্যবসায়িক লেনদেন নিয়ে কসাই পারভেজের সঙ্গে বিরোধ চলছিল। পাওনা টাকা ফেরত না দিয়ে পারভেজ এলাকা থেকে আত্মগোপনে ছিলেন। ঘটনার রাতে পারভেজের দোকান খোলার সংবাদ পেয়ে তিনি সেখানে যান এবং পারভেজের খোঁজ করেন। তখনই পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

হাসান আরও জানান, পূর্ব থেকেই উত্তরখান থানা, আর্মি ক্যাম্প ও র‌্যাবের কাছে এই বিষয়ে তিনি অভিযোগ করে রেখেছিলেন।

হামলার সময় ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাংবাদিক হাসানকে উদ্ধার করে।

এ বিষয়ে উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান বলেন, “খবর পেয়ে আমি নিজেও সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই টানাপোড়েন ছিল। যতটুকু জানা গেছে, কসাই পারভেজ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।”

তিনি আরও জানান, “উভয়পক্ষ সাধারণ ডায়েরি করেছে এবং প্রক্রিয়াগতভাবে বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রসিকিউশন হবে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি।”

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102