মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

গাজায় ক্ষুধার্তদের ওপর গুলি…

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

গাজা উপত্যকায় একটি বিতর্কিত ত্রাণ বিতরণ কেন্দ্রকে ঘিরে বেসামরিক জনগণের ওপর গুলি চালানোর অভিযোগ উঠেছে। সাবেক এক নিরাপত্তা ঠিকাদার দাবি করেছেন, “আমি মেশিনগান দিয়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের ওপর বেশ কয়েকবার গুলি চালাতে দেখেছি, যারা কোনো ধরনের হুমকিই ছিল না।”

তার ভাষ্যমতে, একবার নারী, শিশু ও বয়স্কদের একটি দল ঘটনাস্থল থেকে কিছুটা দূরে থাকলেও, তারা ধীরে চলছিল বলে একজন প্রহরী ওয়াচ টাওয়ার থেকে মেশিনগান দিয়ে গুলি চালায়।

তবে এ বিষয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) দৃঢ়ভাবে অভিযোগ অস্বীকার করেছে। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “জিএইচএফ সহায়তা কেন্দ্রের কাছে কোনো বেসামরিক নাগরিক কখনো গুলিবিদ্ধ হননি। এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

জিএইচএফ চলতি বছরের মে মাসের শেষ দিকে দক্ষিণ ও মধ্য গাজার কিছু এলাকায় সীমিত পরিসরে ত্রাণ বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করে। তবে মার্কিন সহায়তাপ্রাপ্ত এই সংস্থার কার্যক্রম শুরু থেকেই বিতর্কিত ছিল, কারণ অনেক ফিলিস্তিনি এটিকে ইসরায়েলি নিরাপত্তা কাঠামোর একটি সম্প্রসারিত অংশ হিসেবে দেখে থাকেন।

ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। তবে এখনো পর্যন্ত বিষয়টি নিয়ে আন্তর্জাতিক কোনো তদন্ত শুরু হয়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102