বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

আ. লীগ নেতাকে অব্যাহতি, কেন্দ্রে স্থায়ী বহিষ্কারের সুপারিশ

উত্তরা নিউজ ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২

জয়পুরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়াও তাকে দল থেকে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে জেলা আওয়ামী লীগের সভায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে দলটির জেলা কমিটির দলীয় সভায় গোলাম মাহফুজ ওরফে অবসর চৌধুরীর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠে।

যার প্রেক্ষিতে জেলা কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরবর্তীতে তিনি কারণ দর্শিয়ে নোটিশের জবাব দিলে তা সন্তোষজনক না হওয়ায় সত্যতা যাচাই করতে জেলা কমিটির পক্ষ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় দলীয় সভায় তাকে দলের যুগ্ম সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে দল থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানোর সিদ্ধান্তও গৃহীত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট বলেন, ‘জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অবসর চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় শুক্রবার জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে দলীয় পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশও পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102