‘নতুন বাংলাদেশ’ রাষ্ট্র বিনির্মাণের প্রেক্ষাপটে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
একটি পুরোনো ছবি সংযুক্ত করে পিনাকী লেখেন, “নতুন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সবসময় সুরক্ষিত ও সমুন্নত থাকবে।”
এই পোস্টের কিছুক্ষণ আগেই তিনি একটি আগ্রহ উদ্দীপক পোস্টে বলেন, “চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট? উত্তর পাইতে একটু অপেক্ষা করেন।”
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দুটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, চলমান রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পিনাকীর এই প্রস্তাব رم্ভাব্য ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো ও নেতৃত্ব নিয়ে আলোচনার অংশ।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত এক দশক ধরে রাজনীতি থেকে কার্যত দূরে থাকলেও এখনও বিএনপি এবং বিরোধী রাজনৈতিক পরিমণ্ডলে তার ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।