জুলাই ২০২৪ গণঅভ্যুত্থানের অন্যতম সংস্কৃতি যোদ্ধা ও চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী এবছর ‘জুলাই কোমেমোরেশন প্রোগ্রাম’-এর অংশ হিসেবে আঁকছেন একটি বিশেষ পোস্টার সিরিজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে তৈরি এই ধারাবাহিক শিল্পপ্রয়াসে প্রকাশ পাচ্ছে ১০টি পোস্টার, যেখানে চিত্রভাষায় তুলে ধরা হয়েছে কেন জুলাই আন্দোলন ছিল ইতিহাসের অনিবার্য পরিণতি এবং সেই সময়ের ঘটনার রূপ-রেখা।
আজ, ১ জুলাই থেকে শুরু করে প্রতিদিন একটি করে পোস্টার প্রকাশ করা হবে বলে প্রধান উপদেষ্টা তার অফিসিয়াল ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন। তিনি আরও জানান, আজকের পোস্টার দিয়ে শুরু হলো এই ঐতিহাসিক ধারাবাহিকতা। প্রতিটি পোস্টার হবে একটি নান্দনিক দলিল—যেখানে যুক্ত হবে শিল্প, ইতিহাস ও রাজনৈতিক চেতনার বহুমাত্রিক বয়ান।
চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী জানান, “এই পোস্টারগুলো শুধু শিল্প নয়—এগুলো সাক্ষ্য, স্মৃতি আর প্রতিরোধের ভাষা। প্রতিটি তুলির আঁচড়ে আমি সেই আগুন ছুঁয়েছি, যেটা দিয়েই জুলাই জ্বলে উঠেছিল।”
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই পোস্টারগুলো শিক্ষা ও গণচেতনার কাজে ব্যবহৃত হবে এবং দেশজুড়ে প্রদর্শনীর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থান ছিল সমসাময়িক বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ও সামাজিক বাঁকবদল। এই ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে স্মরণ, আলোচনা ও গবেষণার উদ্যোগ নেওয়া হচ্ছে।