শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

জুলাই অভ্যুত্থান: রাষ্ট্র পুনরুদ্ধারে গণজাগরণ

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক। এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল-ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ। রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া।’

মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে ‘জুলাই গণঅভ্যুত্থান উদযাপন’ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আজকে আমরা সেই জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করার অনুষ্ঠানমালা নিয়েছি। সেটা শুধু ভাবাভাবির বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা ১৬ বছর পর এক বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম গণঅভ্যুত্থানের মাধ্যমে।’

তিনি বলেন, ‘যে কারণে অভ্যুত্থান হয়েছিল এবং তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল, সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন। নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ। নতুন বাংলাদেশ বিনির্মাণ।’

ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস আরও বলেন, ‘গত বছরের জুলাইয়ে এ দেশের সকল শ্রেণি, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই-এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102