বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন

ঢাকা-১৮: কেউ কেউ এমপি ভাব নিয়ে বসে আছে- আফাজ উদ্দিন

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: সোমবার, ৩০ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

‘কেউ কেউ এমপি ভাব নিয়ে বসে আছেন, এমন আচরণ করছেন যেন এমপি হয়ে গেছেন! কিন্তু মনে রাখবেন, ‘এমপি’ শব্দটা খুব বড় ব্যাপার। এটা সাধারণ মানুষের ভালোবাসা, আস্থা ও বিশ্বাসে অর্জিত হয়—জোর করে নয়।’- এসব কথা বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আফাজ উদ্দিন।

লিফলেট বিতরণ

আজ (সোমবার) বিকালে উত্তরা ৬ নম্বর সেক্টর বিডিআর বাজার এলাকা বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ আয়োজনে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আফাজ উদ্দিন বলেন, আপনাদের অনেকেই নমিনেশন চেয়েছেন। যারা নির্বাচন করতে চান, তাদের অবশ্যই নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে।

এ সময় তিনি বলেন, দলের ভেতর কিছু ব্যক্তি এমনভাবে আচরণ করছেন যেন ইতোমধ্যেই তারা সংসদ সদস্য (এমপি) হয়ে গেছেন।

উত্তরায় চাঁদাবাজদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে আফাজ বলেন, যারা নানা রকম চাঁদাবাজি করছেন, তারা এখনই সাবধান হয়ে যান। আমি স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি—দলীয় শৃঙ্খলা ও জনগণের সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেললে তা বরদাশত করা হবে না।

এর আগে বিডিআর বাজার ও আশপাশের দোকানপাট ও পথচারীদের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা লিফলেট তুলে আফাজ উদ্দিন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102