বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

শিক্ষার্থীসহ ৩ জন নিহত, উত্তরায় শোক ও ক্ষোভ

ইমাম হাসান, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ২৯ জুন, ২০২৫
ফাইল ছবি: উত্তরা নিউজ

রাজধানীর উত্তরা আজমপুর মোড়ে ফুটপাথে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (অস্ট) এক শিক্ষার্থীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন ফাহিম উদ্দিন বিন আহমেদ (আইডি: ২০২২০২০৪০৯১), যিনি অস্ট-এর সিএসই বিভাগের তৃতীয় বর্ষ, প্রথম পর্বের ছাত্র ছিলেন। পরিবারের দুই সদস্যসহ তিনি সিএনজির জন্য ফুটপাথে অপেক্ষা করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় এবং তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজন মারা যান, আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়ার পর তিনিও মারা যান।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর অস্ট শিক্ষার্থীদের মধ্যে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে #JusticeForFahim হ্যাশট্যাগে ন্যায়বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হচ্ছে। শিক্ষার্থীরা সড়ক নিরাপত্তা ও বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুনঃ উত্তরায় বেপরোয়া ট্রাকে পিষে গেল তিনজন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102