সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

বিএনপির নজর নির্বাচনে, পা ফেলছে সাবধানে

ন্যাশনাল ডেস্ক
  • আপডেট টাইম: শনিবার, ২৮ জুন, ২০২৫
সংগৃহীত ছবি | উত্তরা নিউজ

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সময়মতো নির্বাচন আয়োজন করবেন। ফলে রাজনীতির মাঠে এখন অত্যন্ত সতর্ক কৌশল অবলম্বন করছে বিএনপি।

দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা চলছে নির্বাচনকে কেন্দ্র করে। বিএনপি চায়, অংশীদারদের নিয়ে একটি ঐক্যবদ্ধ নির্বাচনী প্ল্যাটফর্ম গড়ে তুলতে—যদিও সেটি জোট না মোর্চা হবে, সে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

দলটির নেতারা বলছেন, সরকারবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার তারা সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে বাস্তবমুখী পরিকল্পনা করছে। পাশাপাশি তৃণমূল পর্যায়েও সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে বিএনপি ‘সহনশীল কৌশল’ গ্রহণ করেছে। একদিকে নির্বাচনের প্রস্তুতি, অন্যদিকে মাঠে সক্রিয় উপস্থিতি বজায় রেখে তারা রাজনৈতিক ভারসাম্য রক্ষা করতে চাইছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102