জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একটি দল নানাভাবে জনগণকে বিভ্রান্তির চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিএনপির নামে মিথ্যা অভিযোগ ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। মঙ্গলবার বিকালে রাজধানীর নয়াপল্টনে এক কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে সুপ্রিমকোর্ট থেকে পল্টন পর্যন্ত ধানের শীষের পক্ষে নির্বাচনি পদযাত্রা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
জামায়াত নেতারা ইসলামি শিক্ষা ভুলে গেছেন উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, ওনারা (জামায়াত নেতা) দাবি করেন, তারা নাকি ইসলামি মানুষ। দম্ভ করছেন। মহান আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন অহংকারকারীদের। এ কারণে তাদের পতন নিশ্চিত।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশের মানুষ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবেসে ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। কারও কারও এটা পছন্দের না, তারা নানাভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।
জামায়াতকে ইঙ্গিত করে নজরুল ইসলাম খান বলেন, আমরা দেখছি তারা টাকা-পয়সা খরচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তিকে যুক্ত করে বিএনপির নামে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। কিন্তু, এসব করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
একই কর্মসূচিতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে চলছে ভণ্ডামি ও অপপ্রচার। ‘বট বাহিনী’র নাম আগে আমরা শুনিনি। এই বট বাহিনী তৈরি করেছে একটি রাজনৈতিক দল। শুধু বিএনপি, বিএনপি নেতা তারেক রহমান ও অন্য নেতৃবৃন্দের বক্তব্য বিকৃত করা এবং নেতাদের বিরুদ্ধে কুৎসা রটানো ও অপপ্রচার করাই যাদের কাজ। তিনি বলেন, আজ নানাভাবে অনেক কথা বলছে জামায়াত এবং তাদের জোট। অথচ তাদের প্রতিটি কাজ ও প্রতিটি কথার মধ্যে ইসলামের নীতির কোনো সম্পর্ক নেই। এ সময় জাতীয়তাবাদী আইনজীবী নেতারা উপস্থিত ছিলেন।