ইরান ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
জাতিসংঘ মানবাধিকার পরিষদ এ সপ্তাহে ‘ইসলামী প্রজাতন্ত্র ইরানে অবনতিশীল মানবাধিকার পরিস্থিতি’ নিয়ে একটি জরুরি বিশেষ অধিবেশন আয়োজন করবে বলে মঙ্গলবার এক মুখপাত্র জানিয়েছেন।ব্রিটেন, জার্মানি, আইসল্যান্ড, মলদোভা ও উত্তর মেসিডোনিয়ার অনুরোধের পর এ অধিবেশন আহ্বান করা হয়েছে এবং এটি শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জেনেভায় সাংবাদিকদের জানান পরিষদের মুখপাত্র পাস্কাল সিম।পরিষদের সভাপতির উদ্দেশে পাঠানো একটি চিঠিতে পাঁচ দেশ উল্লেখ করেছে, সারা দেশে ‘ভয়াবহ সহিংসতা, বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রতিবেদন’ পাওয়া যাচ্ছে।বিশেষ অধিবেশন আয়োজনের জন্য প্রয়োজনীয় ৪৭ সদস্যবিশিষ্ট পরিষদের এক-তৃতীয়াংশের বেশি সদস্যের সমর্থন ইতোমধ্যে পেয়েছে এ অনুরোধ।নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে ইরান পরিস্থিতি নিয়ে বৈঠক করে। দেশটি তার ইতিহাসের অন্যতম বৃহৎ সরকারবিরোধী বিক্ষোভ এবং সেই বিক্ষোভ দমনে পরিচালিত অভিযানের মুখে রয়েছে, যাতে পর্যবেক্ষকদের মতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।এই দমন অভিযানের প্রকৃত মাত্রা ধীরে ধীরে সামনে আসছে, কারণ ইরানে নজিরবিহীন ইন্টারনেট বন্ধ রয়েছে, যা বর্তমানে ১১তম দিনে গড়িয়েছে।
তথ্যে প্রবেশের গুরুতর সীমাবদ্ধতা সত্ত্বেও ইরান হিউম্যান রাইটস নামের একটি বেসরকারি সংগঠন জানিয়েছে, তারা নিশ্চিত করেছে যে নিরাপত্তা বাহিনীর হাতে তিন হাজার ৪২৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছে।
সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। গণমাধ্যম স্বাধীনভাবে এই সংখ্যা যাচাই করতে পারেনি এবং ইরানি কর্মকর্তারাও কোনো নির্দিষ্ট মৃত্যুসংখ্যা প্রকাশ করেননি।
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..