বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি ও গণঅধিকার পরিষদের মনোনীত এমপি প্রার্থীরা ভোটের মাঠে গণসংযোগ শুরু করেছেন। প্রার্থীদের মধ্যে বিএনপির প্রার্থী, জামায়াতের প্রার্থী, ইসলামী আন্দোলনের প্রার্থী প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন।
দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের জামালপুর -১ আসন। এ আসনে দেওয়ানগঞ্জ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮ হাজার ৬৫২ জন। মহিলা ভোটার সংখ্যা ১লাখ ১০ হাজার ২৮ জন। দেওয়ানগঞ্জ উপজেলায় পুরুষ ও মহিলা মিলে মোট ভোটর সংখ্যা ২লাখ ১৮ হাজার ৬৮০ জন। বকশীগঞ্জ উপজেলায় পুরুষ ভোটর সংখ্যা ৯০ হাজার ৯২২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯১ হাজার ৮৯৬ জন। পুরুষ ও মহিলা মিলে বকশীগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লাখ ৮২ হাজার ৮১৯ জন। দুই উপজেলা মিলে জামালপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১ হাজার ৪৯৯ জন।
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পূর্ব হতেই প্রচার প্রচারনায় এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত হ্যাভিয়েট প্রার্থী কেন্দ্রীয় শূরা সদস্য মাওলানা এডভোকেট নাজমূল হক সাঈদী। তিনি সরকার পতনের পর থেকেই মাঠে, ঘাঠে, মসজিদ, মাদরাসায়, ধর্মীয় সভা, মিলাদ মাহফিল ও রাজনৈতিক কর্মসূচীর মাধ্যমে দাড়ি পাল্লার পক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। একই সময় থেকে জামায়াতের সকল পর্যায়ের নেতা কর্মীরাও নির্বাচনী মাঠে সরগরম।
প্রার্থী ঘোষনায় বিলম্ব হওয়ায় ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষনায় বিলম্বিত হওয়ায় বিএনপির হ্যাভিয়েট প্রার্থী কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত প্রচার প্রচারনায় জায়াতের তুলনায় সময় কম ব্যয় করার সুযোগ পেয়েছেন। তবে সেই ধকল পুষিয়ে নেওয়ার জন্য বিএনপির বিশাল কর্মী বাহিনী এখন মাঠে ঘাটে ছড়িয়ে পড়েছে। নেতা কর্মীরা দিন রাত পরিশ্রম করে সভা, সমাবেশ, গ্রাম সভা ও উঠান বৈঠকসহ নানাভাবে নির্বাচনী প্রচারনায় জোর দিয়েছেন। এম রশিদুজ্জামান মিল্লাত বিএনপির সাবেক এমপি। তার পরিচিতিও ব্যাপক। নির্বাচনী প্রচারনায় বিষয়টি বোনাস হিসেবে যোগ করার সুযোগ পাচ্ছেন দলের নেতা কর্মীরা।
নির্বাচনী প্রচার প্রচারনায় তৃতীয় অবস্থানে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর হাতপাখা মার্কা প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদার । তাকে তার নিজ দল থেকে প্রার্থী ঘোষনা করেন। এ কারণে তিনি ও তার দলের নেতা কর্মীরা ভোটের মাঠে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। তারা ধর্মীয়সভা, মিলাদ মাহফিল ও মসজিদসহ বিভিন্ন সভাসমাবেশ করে হাতপাখার প্রার্থী আব্দুর রউফ তালুকদারের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
জামালুর-১ আসনে আলোচিত হ্যাভিয়েট প্রার্থী বিএনপির সাবেক সভাপতি চার বারের সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার বিএনপির মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের খুব কাছের লোক ছিলেন । বকশীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে এম রশিদুজ্জামান মিল্লাত ও আব্দুর রউফ তালুকদারের মধ্যে সর্ম্পকের দুরত্ব বেড়ে যায়। আব্দুর রউফ তালুকদারের ধারনা ছিলো তাকে সভাপতি করে এবং তার অনুসারীদের সমন্বয়ে বকশীগঞ্জ উপজেলা কমিটি গঠন হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। সাবেক ইউপি চেয়ারম্যান মানিক সওদাগর ও জাহিদুল ইসলাম প্রিন্সকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে বকশীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি গঠন হয়। আব্দুর রউফ তালুকদারের অনুসারীরা কমিটিতে স্থান পায়নি। এই ক্ষোভে তিনি জামালপুর-১ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করে এমপি পদে নির্বাচনের ঘোষনা দেন। তার ঘোষনাকে স্বাগত জানান বিএনপির পদ বঞ্চিত প্রথম সারির অনেক ত্যাগি নেতা। নির্বাচনী প্রচারনা শুরু করেন আব্দুর রউফ তালুকদার। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে হাতপাখা নিয়ে নির্বাচন করবেন আব্দুর রউফ তালুকদার। যদিও ৮ দলীয় জোটের প্রধান শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন হাওলাত করা প্রার্থী দিয়ে তাদের নির্বাচন করতে হবেনা। তাদের দলে নির্বাচন করার মত অনেক যোগ্য প্রার্থী রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জামালপুর-১ আসনের নির্বাচনী প্রচার সেল থেকে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছে তাদের দলীয় প্রার্থী আব্দুর রউফ তালুকদার ।
বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন ছাড়াও এনসিপির প্রার্থী মোসাদ্দেকুর রহমান মানিক ও গণঅধিকার পরিষদের প্রার্থী শাহরিয়ার সুমন ছোট পরিসরে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী বা ৮ দলীয় ইসলামী দলের জোট প্রার্থীর সাথে এ আসনে ভোটের লড়াই হবে দ্বী-মুখি। চুড়ান্ত পর্বে ভোট যুদ্ধে লড়াই হবে বিএনপির প্রার্থী সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত ও ইসলামী দলের ৮ দলীয় জোট প্রার্থীর মধ্যে।
জামালপুর-১ আসনে জোটের প্রার্থীর সাথে মূল লড়াই হবে বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাতের।