কোরআন ও সুন্নাত প্রচারের আন্তর্জাতিক, অরাজনৈতিক, ত্বরিকতপন্থী সংগঠন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ এর ব্যবস্থাপনায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানী ঢাকার এয়ারপোর্ট সংলগ্ন, কাওলায় (আশিয়ান সিটি) আজ ২৪ ডিসেম্বর ২০২৫, তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা শুরু হয়েছে।প্রায় একশ একর জায়গাতে ইজতেমা ময়দানের বিস্তির্ণ ময়দানে আল্লাহ তাআলার রহমতে লক্ষ লক্ষ আশিকে রাসুল (মুসল্লি) ইজতিমায় শরিক হবে।শত শত টয়লেট, ওযু খানা, জেলা ভিত্তিক পাকঘর সহ প্রয়োজনীয় বিভিন্ন অস্থায়ী স্হাপনা করা হয়েছে।সার্বিক নিরাপত্তার জন্য পাঁচটি ওয়াচ টাওয়ার, স্বেচ্ছাসেবক এর মাধ্যমে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। দাওয়াতে ইসলামীর শিক্ষাবোর্ডের ও মিডিয়া জিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারী বলেন আমরা আশা করছি দেশের প্রত্যন্ত অঞ্চলের লাখো মুসল্লির অংশগ্রহণে শুক্রবার বাদ জুময়া আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে তিন দিনের সুন্নাতে ভরা ইজতিমা। ইজতেমা কমিটির জিম্মাদার জনাব মুহাম্মদ কামাল আত্তারী, দাওয়াতে ইসলামী বাংলাদেশ এর সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল হক কাদেরী সহ জিম্মাদার অন্যান্য জিম্মাদারগন আখেরি মোনাজাতে অংশগ্রহণ করার জন্য সকলকে আহবান জানান।