বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেলেন এস এম জাহাঙ্গীর হোসেন

গাজী তারেক রহমান
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক যুবদল নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।

আজ (বৃহস্পতিবার) বিকেল পৌনে চারটায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ৩৬টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন।

তালিকায় ঢাকা-১৮ আসনে কারা নির্যাতিত এস এম জাহাঙ্গীর হোসেনের নাম উঠে আসে। বিকেলে বিএনপি মিডিয়া সেলে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

এদিকে, ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোনীত হয়ে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আসন গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন এস এম জাহাঙ্গীর হোসেন।

বিকেলে দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তরখান থানা বিএনপির এক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, আমি আল্লাহর দরবারে শোকর আদায় করছি। এই এলাকার গণমানুষের, নেতাকর্মীদের যে আকাঙ্খা ছিল- সেই আকাঙ্খাকে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের মাধ্যমে আল্লাহ তায়ালা পূরণ করেছেন।

অন্যদিকে, ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী মনোনীত হওয়ায় একই আসনের বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, দল আমাকে যেভাবে নির্দেশনা দিবে আমি সেভাবেই দায়িত্ব পালন করব।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102