বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৫:০৬ অপরাহ্ন

নৈশপ্রহরীদের বেঁধে পাঁচ সোনার দোকানে ডাকাতি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা বাজারের পাঁচটি সোনার দোকানে ডাকাতি হয়েছে। গতকাল বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ডাকাতি হয়। ডাকাতদল দোকান ও সিন্দুকের তালা ভেঙে অন্তত ৪০ ভরি সোনা ও ২০ লাখ টাকা নিয়ে গেছে বলে দাবি ভুক্তভোগীদের। সিসিটিভি ফুটেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত দেড়টা থেকে ২টার মধ্যে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে প্রথমে বাজারের নৈশপ্রহরীদের বেঁধে ফেলে।এরপর পর্যায়ক্রমে উত্তম জুয়েলার্স, মধু জুয়েলার্স, মা জুয়েলার্স ও আঁখি জুয়েলার্সসহ পাঁচটি সোনার দোকানের তালা ও সিন্দুকের তালা ভেঙে স্বর্ণালংকার ও টাকা লুট করতে শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই পালিয়ে যায় ডাকাতদল। পাঁচজন দোকান মালিকের দাবি, মোট ৪০ ভরি সোনা ও ২০ লাখ টাকা খোয়া গেছে তাদের।এ ঘটনায় ওই এলাকায় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও হতাশা বিরাজ করছে।এদিকে, ডাকাতি চলাকালে দোকান ভবনের দোতলায় বসবাসকারী এক দোকান মালিক ফোন করে স্থানীয়দের বিষয়টি জানালেও কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ উঠেছে।ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ ছাড়া সিআইডি এই ঘটনায় তদন্ত করবে।ডাকাতির সময় দোকান মালিকরা স্থানীয় বাসিন্দাদের ফোন করে সহযোগিতা চান। তবে কেউ এগিয়ে আসেনি।’ ওসি আরো বলেন, ‘এলাকাবাসী চাইলে এ ঘটনা প্রতিহত করতে পারত। পরে পুলিশকে ফোন দিলে ১৫ মিনিটে পৌঁছায়। কিন্তু তার আগেই ডাকাতদল পালিয়ে যায়।৪০ ভরি সোনা ও ২০ লাখ টাকা ডাকাতি হয়েছে বলে দোকান মালিকরা উল্লেখ করেছেন বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102